ঢাবির সাবেক প্রক্টর রব্বানীসহ ৬৬ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

মামলায় ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন, সাবেক সভাপতি আল নাহিয়ান খান জয়, সাবেক সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি সঞ্জিত চন্দ্র দাসকে আসামি করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর এ কে এম গোলাম রব্বানী। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর এ কে এম গোলাম রব্বানীসহ ৬৬ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা হয়েছে।

মামলায় ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন, সাবেক সভাপতি আল নাহিয়ান খান জয়, সাবেক সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি সঞ্জিত চন্দ্র দাসকে আসামি করা হয়েছে।

ছাত্রদল নেতা আরিফুল ইসলাম বাদী হয়ে ঢাকা মহানগর হাকিম মো. আক্তারুজ্জামানের আদালতে এই মামলা করেন বলে দ্য ডেইলি স্টারকে জানান তার আইনজীবী মো. আল-আমিন।

আইনজীবী জানান, ম্যাজিস্ট্রেট অভিযোগকারীর জবানবন্দি রেকর্ড করেন এবং শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অভিযোগটি প্রথম তথ্য প্রতিবেদন হিসেবে নথিভুক্ত করার নির্দেশ দেন।

মামলার বিবরণীতে বলা হয়েছে, ২০২২ সালের ২৭ সেপ্টেম্বর উপাচার্যের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় স্যার এ এফ রহমান হলের সামনে অভিযোগকারী ও তার সহযোগী নেতাকর্মীদের ওপর হামলা চালায় অভিযুক্তরা। এতে অভিযোগকারী আরিফুলসহ ছাত্রদলের কয়েকজন সদস্য আহত হন।

Comments

The Daily Star  | English

Gaza still bleeding

Death toll nears 42,000; rallies worldwide calls for ceasefire

1h ago