জেনেভা ক্যাম্পে অভিযানে দেশীয় অস্ত্র-মাদক উদ্ধার, গ্রেপ্তার ৩৪

সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের নির্দেশনায় গতকাল শনিবার রাতে সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাব এ অভিযান চালায়।
জেনেভা ক্যাম্পে অভিযানে জব্দ দেশীয় অস্ত্র ও মাদক। ছবি: আইএসপিআর

রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করেছে যৌথবাহিনী।

সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের নির্দেশনায় গতকাল শনিবার রাতে সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাব এ অভিযান চালায়।

অভিযানে দুটি পিস্তল, ২০ রাউন্ড গুলি, ছয়টি চাইনিজ কুড়াল, ৩৯টি ছুরি, ১৬টি রামদা, আটটি চাপাতি, ১২ প্যাকেট স্প্লিন্টার , ৫৩টি পেট্রোল বোমা ও ৫০টি হেলমেট উদ্ধার করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানিয়েছে। 

অভিযানে শীর্ষ মাদক ব্যবসায়ী পিচ্চি রাজাসহ ৩৪ মাদক চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। 

আইএসপিআর জানায়, পিচ্চি রাজা ও তার অনুসারীরা দীর্ঘদিন ধরে মোহাম্মদপুরের বিভিন্ন স্থানে মাদক চোরাকারবার করে আসছিল বলে স্থানীয়দের অভিযোগ।

Comments

The Daily Star  | English
Govt restructures task force on bringing back illegal money

Govt restructures task force on bringing back money illegally taken abroad

Headed by Bangladesh Bank governor, the nine-member task force became operational with immediate effect

2h ago