সাবেক ইসি ও স্বরাষ্ট্রসচিব জাহাংগীর আলম গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন তিনি স্বরাষ্ট্রসচিব ছিলেন।
জাহাংগীর আলম | ছবি: টেলিভিশন থেকে নেওয়া

সাবেক স্বরাষ্ট্রসচিব মো. জাহাংগীর আলমকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

আজ মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, 'ডামি নির্বাচনের কারিগর' জাহাংগীরকে গুলশান থেকে গ্রেপ্তার করা হয়েছে।

২০২২ সালের ২ নভেম্বর থেকে নির্বাচন কমিশন সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন জাহাংগীর। তিনি এই পদে ছিলেন ২০২৪ সালের ৩০ মে পর্যন্ত। এই সময়কালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়, যা সর্বসাধারণের কাছে 'ডামি নির্বাচন' হিসেবে পরিচিত।

নির্বাচন কমিশন সচিব থেকে বদলি করে জাহাংগীরকে দায়িত্ব দেওয়া হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব হিসেবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন তিনি স্বরাষ্ট্রসচিব ছিলেন, যে আন্দোলন দমন করতে আইনশৃঙ্খলা বাহিনী নির্বিচারে গুলি চালিয়ে প্রায় এক হাজার মানুষকে হত্যা এবং কয়েক হাজার মানুষকে আহত করেছে।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে পুলিশ কর্মকর্তা ইকবাল যখন বলছিলেন, 'গুলি করি মরে একটা...বাকিডি যায় না স্যার', তখনও সেখানে ছিলেন জাহাংগীর এবং তিনিও ভিডিওটি দেখছিলেন।

গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর ১৪ আগস্ট বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় জাহাংগীরকে।

 

Comments

The Daily Star  | English

The psychological costs of an uprising

The systemic issues make even the admission of one’s struggles a minefield

9h ago