‘আরাকান আর্মির হাতে’ ৫ বাংলাদেশি জেলে অপহৃত

স্টার ডিজিটাল গ্রাফিক্স

কক্সবাজারের টেকনাফ উপজেলা থেকে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি পাঁচ বাংলাদেশি জেলেকে অপহরণ করেছে বলে অভিযোগ উঠেছে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মঙ্গলবার জানিয়েছে, সোমবার বিকেলে উপজেলার নয়াপাড়া এলাকায় শাহপরীর দ্বীপের কাছে নাফ নদী থেকে পাঁচজনকে ধরে নিয়ে যায়।

অপহৃত জেলেরা হলেন টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের জালিয়াপাড়া গ্রামের বাসিন্দা মো. আলম (২২), বোরহান উদ্দিন (১৯), রাসেল মিয়া (২৩) ও তার ভাই সাইফুল ইসলাম (১৭) এবং চকরিয়া উপজেলার বাসিন্দা মো. রাশেদ (২৪)।

বিজিবি ২ টেকনাফ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফট্যানেন্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ জানিয়েছেন, তারাও ধারণা করছেন, আরাকান আর্মি পাঁচজনকে অপহরণ করেছে।

'আমরা তাদের ফিরিয়ে আনার চেষ্টা করছি', যোগ করেন তিনি।

সাবরাং ইউনিয়ন পরিষদের নয় নম্বর ওয়ার্ডের সদস্য আবদুস সালাম বলেন, 'আমার এলাকার পাঁচ জেলে নৌকায় নাফ নদীতে মাছ ধরতে গিয়েছিল। সম্ভবত আরাকান আর্মিরা তাদের অপহরণ করেছে।'

স্থানীয় জেলেরা জানান, প্রতিদিনের মতো সোমবার সকালে শাহপরীর দ্বীপের বাসিন্দা আব্দুল মজিদের নৌকা এবং আরও দুটি নৌকায় জেলেরা নাফ নদীতে মাছ ধরতে গিয়েছিলেন। সে সময় আরকান আর্মির সদস্যরা অস্ত্র নিয়ে তাদের ধাওয়া করে। দুটি নৌকার জেলেরা পালিয়ে আসতে সক্ষম হলেও আর্মির সদস্যরা মজিদের নৌকা ও পাঁচ জেলেকে মিয়ানমারের দিকে নিয়ে যায়।

Comments

The Daily Star  | English

68.45% students pass SSC; 139,032 get GPA-5

Pass percentage drops by 14.59 points, GPA-5 drops by over 40 thousand

22m ago