আবাসন কোম্পানির সঙ্গে বিরোধে জমির মালিকের ছেলে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৫

নিহত তানজিল জাহান ইসলাম তামিম। ছবি: সংগৃহীত

রাজধানীর হাতিরঝিল সংলগ্ন মহানগর প্রজেক্ট এলাকায় ফ্ল্যাট ভাগাভাগি নিয়ে আবাসন কোম্পানির সঙ্গে বিরোধের জেরে জমির মালিকের ছেলেকে হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. আব্দুল লতিফ (৪৬), মো. কুরবান আলী (২৪), মাহিন (১৮) ও মোজাম্মেল হক কবির (৫২) ও বাঁধন (২০)।

এদের ভেতর শুরুর চারজনকে ঘটনার পরপর ঘটনাস্থল থেকে এবং বাঁধনকে আজ শুক্রবার ভোররাতে মালিবাগ থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

নিহত তানজিল জাহান ইসলাম ওরফে তামিম (৩৪) বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা এবং জমির মালিক সুলতান আহমেদের ছেলে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে মহানগর প্রজেক্টের ডি ব্লকের ৪ নম্বর রোডের একটি নির্মাণাধীন ভবনের অষ্টম তলায় বাড়ি নির্মাণ ও ফ্ল্যাট ভাগাভাগি নিয়ে জমির মালিক ও ডেভেলপার কোম্পানির লোকজনসহ অন্য মালিকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

আরও বলা হয়, ভবন নির্মাণের জন্য জমির মালিক পক্ষ প্লিজেন্ট প্রোপার্টিজ (প্রাঃ) লিঃ নামে একটি ডেভেলপার কোম্পানির সাথে চুক্তি করে। চুক্তি মোতাবেক জমির মালিকদের ফ্ল্যাটের অংশ বুঝিয়ে দেওয়া নিয়ে ডেভেলপার কোম্পানির সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর পরিপ্রেক্ষিতে গতকাল ডেভেলপার কোম্পানির  লোকজন, জমির মালিক ও ভবনের অন্যান্য মালিকের মধ্যে ভাঙচুর, হাতাহাতির ঘটনায় তানজিল জাহান ইসলাম তামিম (৩৩) নামের একজন গুরুতর আহত হন। পরবর্তীতে তামিমকে রাজধানীর মনোয়ারা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় হাতিরঝিল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে জানিয়ে ডিএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়, মামলার এজাহারে ১৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ১০-১২ জনকে।

Comments

The Daily Star  | English

US collects over $1 billion a year in tariffs on Bangladeshi goods: CPD  

The CPD said Bangladesh imposes customs and other duties averaging 6.2 percent on US imports

22m ago