বেসিসের সাবেক সভাপতি আলমাস কবীরের অন্তর্বর্তীকালীন জামিন

কোটা সংস্কার আন্দোলনের সময় মোহাম্মদপুরে দিনমজুর আক্তার হোসেনের মৃত্যুর ঘটনায় করা মামলায় গ্রেপ্তার বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সাবেক সভাপতি সৈয়দ আলমাস কবীরকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন আদালত।
মামলার তদন্ত কর্মকর্তা ও মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাইদুল ইসলাম ফরওয়ার্ডিং রিপোর্ট দেওয়ার পর ঢাকা মহানগর হাকিম মো. বেলাল হোসেন এ আদেশ দেন।
তদন্ত কর্মকর্তা তার ফরওয়ার্ডিং রিপোর্টে বলেন, গ্রেপ্তারের পর অভিযুক্ত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে হত্যাকাণ্ডের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন তিনি। তাই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তিনি।
অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী ঘটনার সময় তার মক্কেল বিদেশে ছিলেন উল্লেখ করে জামিনের আবেদন করেন।
শুনানি শেষে তদন্ত প্রতিবেদন দাখিল পর্যন্ত দুই জামিনদারের মাধ্যমে পাঁচ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন ম্যাজিস্ট্রেট।
গত ৫ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে কোটা সংস্কার আন্দোলনের সময় মোহাম্মদপুর বেড়িবাঁধে গুলিবিদ্ধ হয়ে নিহত হন দিনমজুর মোহাম্মদ আক্তার হোসেন (২৬)।
এ ঘটনায় ২৭ সেপ্টেম্বর নিহতের বাবা ওবায়দুল হক বাদী হয়ে আলমাস কবীরসহ ৮০ জনকে আসামি করে মোহাম্মদপুর থানায় মামলা করেন।
গতকাল রাতে গুলশানের বাসা থেকে আলমাস কবীরকে গ্রেপ্তার করে পুলিশ।
২০০৬ সাল থেকে আলমাস কবীর মেট্রোনেটের সিইও ছিলেন। কোম্পানিটি সম্প্রসারণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এই কোম্পানিটি ইন্ট্রানেট, ইন্টারনেট, আইপি টেলিফোনি, ক্লাউড কম্পিউটিং, ফিনটেকসহ নানা ধরনের আইটি-সংশ্লিষ্ট পরিষেবা দেয়।
Comments