উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা পরিবারের ৩ সদস্যকে গুলি করে হত্যা

rohingya camp
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প। এএফপি ফাইল ছবি

কক্সবাজারের উখিয়া ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে এক রোহিঙ্গা পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন।

আজ সোমবার ভোরে ক্যাম্প ২০ এক্সটেনশনে এই হত্যাকাণ্ড হয়। পরিবারটি সেখানে অস্থায়ীভাবে বসবাস করছিল।

নিহতরা হলেন—উখিয়া ১৭ নম্বর ক্যাম্পের ১০৪ নম্বর ব্লকের বাসিন্দা আহমেদ হোসেন (৬০), তার ছেলে সৈয়দুল আমিন (২৮) ও মেয়ে আসমা (১৩)।

পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (এডিআইজি) মোহাম্মদ ইকবাল দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'ভোর ৪টার দিকে ১৫ থেকে ২০ জনের দুর্বৃত্ত দল তাদের বাড়িতে ঢুকে তাদের ওপর গুলি চালায়। এতে ঘটনাস্থলেই বাবা ও ছেলের মৃত্যু হয় এবং মেয়ে আহত হয়। প্রথমে তাকে পাশের একটি এনজিও পরিচালিত হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার তার মৃত্যু হয়।'

'প্রাথমিক তথ্য অনুসারে, সৈয়দুল আমিন ক্যাম্পে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন এবং তার প্রতিপক্ষ এই হামলা চালিয়েছে। হামলার পর তারা লালপাহাড় এলাকার দিকে পালিয়ে যায়,' বলেন ইকবাল।

তিনি আরও বলেন, 'পরিবারটি সম্ভবত নিরাপত্তা সমস্যার কারণে ক্যাম্প ১৭ থেকে ক্যাম্প ২০ এক্সটেনশনে চলে এসেছিল।'

ক্যাম্পের বাসিন্দাদের ধারণা, রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) সদস্যরা এ হামলা চালিয়ে থাকতে পারে।

Comments

The Daily Star  | English
Gunfight

Local BNP leader shot dead in Dhaka’s Badda

When Kamrul was sitting on a chair on the roadside and talking with 2-3 people, two assailants on foot came from behind and shot him before fleeing the scene

3h ago