বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান-এমডিসহ পরিবারের ৮ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আহমেদ আকবর সোবহান ও সায়েম সোবহান আনভীর। ছবি: সংগৃহীত

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান শাহ আলম ও তার পরিবারের সাত সদস্যের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

পরিবারের বাকি সদস্যরা হলেন—শাহ আলমের স্ত্রী আফরোজা বেগম, চার ছেলে সাদাত সোবহান, সায়েম সোবহান আনভীর, সাফিয়াত সোবহান সানভীর ও সাফওয়ান সোবহান, সাদাতের স্ত্রী সোনিয়া ফেরদৌসী সোবহান এবং আনভীরের স্ত্রী সাবরিনা সোবহান।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এই নিষেধাজ্ঞা দেন।

আদালতে কর্মরত দুদকের এক কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর এ রিট দায়ের করেন।

দুদকের আবেদনে বলা হয়, শাহ আলম, আফরোজা, সাদাত, আনভীর, সানভীর, সাফওয়ান, সোনিয়া ও সাবরিনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত চলছে। তাই তাদের দেশত্যাগ ঠেকাতে নিষেধাজ্ঞা প্রয়োজন।

বিচারক পরবর্তী পদক্ষেপের জন্য আদেশের একটি অনুলিপি পুলিশের বিশেষ শাখার এসপির (ইমিগ্রেশন) কাছেও পাঠিয়েছেন।

Comments

The Daily Star  | English
Prof Yunus in Time magazine's 100 list 2025

Prof Yunus named among Time’s 100 Most Influential People of 2025

A tribute article on Prof Yunus was written by Hillary Clinton for the magazine

3h ago