যুবদল নেতাকে গুলি: সায়েদুল হক সুমন ৫ দিনের রিমান্ডে

গত ২৩ সেপ্টেম্বর ভুক্তভোগী রিদয় নিজেই বাদী হয়ে মিরপুর মডেল থানায় সুমন ও আওয়ামী লীগের শীর্ষ নেতাসহ ৫০ জনের বিরুদ্ধে এই মামলা করেন।
রাজপথের মতো সংসদেও ভূমিকা রাখব: ব্যারিস্টার সুমন
ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে যুবদল নেতা রিদয় মিয়াকে গুলির ঘটনায় দায়ের করা মামলায় হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক সুমনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার এক আদালত।

আদালতে কর্মরত একজন উপ-পরিদর্শক জানান, পুলিশ সুমনকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাইলে ঢাকা মহানগর হাকিম মো. জাকির হোসেন পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ২৩ সেপ্টেম্বর ভুক্তভোগী রিদয় নিজেই বাদী হয়ে মিরপুর মডেল থানায় সুমন ও আওয়ামী লীগের শীর্ষ নেতাসহ ৫০ জনের বিরুদ্ধে এই মামলা করেন।

আজ মঙ্গলবার ভোররাতে মিরপুর এলাকা থেকে সুমনকে গ্রেপ্তার করে পুলিশ।

রাত ১টা ১৮ মিনিটে ফেসবুকে এক স্ট্যাটাসে সুমন লেখেন, আমি পুলিশের সাথে যাচ্ছি। দেখা হবে আদালতে। দোয়া করবেন সবাই।

 

Comments

The Daily Star  | English

252 trainee SIs of Sarda Police Academy discharged for ‘breach of discipline’

The academy's principal sent discharge letters to the home addresses of the trainees yesterday morning, as confirmed by three senior officials at both the academy and Police Headquarters

2h ago