পাইপগান-রামদা নিয়ে টিকটক, যুবদল আহ্বায়কসহ আটক ৫ 

উদ্ধারকৃত অস্ত্রসহ আটক ব্যক্তিরা। ছবি: সংগৃহীত

নোয়াখালী সদর উপজেলায় ইউনিয়ন যুবদলের এক আহ্বায়ক ও তার চার অনুসারীকে আটক করেছে যৌথবাহিনী। এ সময় তাদের কাছ থেকে দুটি পাইপগান, একটি রামদা, দুটি ছুরি ও সাতটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেপ্তাকৃতরা হলেন—সদর উপজেলার ১৯ নং পূর্ব চরমটুয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আবুল কালাম ওরফে কালন এবং  তার অনুসারী একই ইউনিয়নের মেহরাজ (৪৬), মো. লিটন (৩২), মো.সাদ্দাম (২৬) ও আবির মিয়া (১৮)।

আজ সোমবার ভোরে চরমটুয়া ইউনিয়ন থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন নোয়াখালী সেনাক্যাম্পের ইনচার্জ লেফটেন্যান্ট কর্নেল রিফাত আনোয়ার।

স্থানীয়রা বলছেন, কিছুদিন আগে উপজেলার ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কালন তার কয়েকটি অবৈধ অস্ত্র অনুসারীদের কাছে রাখতে দেন। পরে ওই অনুসারীরা অস্ত্র নিয়ে ভিডিও করে টিকটকে পোস্ট দেন।

বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীসহ স্থানীয়দের নজরে আসলে মেহরাজ, লিটনদের আটক করে যৌথবাহিনী। তাদের দেওয়া তথ্যে যুবদলের আহ্বায়ককে আটক করেন তারা।

নোয়াখালী সদর উপজেলা যুবদলের সভাপতি আবদুর রহিম রিজভী বলেন, 'কালনকে আটকের বিষয়টি শুনেছি। এর বেশি কিছু আমার জানা নেই।'   

নোয়াখালী সেনাক্যাম্পের ইনচার্জ লেফটেন্যান্ট কর্নেল রিফাত আনোয়ার বলেন, 'জেলার নিরীহ ছাত্র-জনতার ওপর আক্রমণকারী সন্ত্রাসীসহ সব অস্ত্রধারী ও অবৈধ মাদক কারবারিদের আটক এবং অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চলমান আছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী চরমটুয়া এলাকায় অভিযান চালায়। অভিযানে আটকৃতদের সুধারাম মডেল থানায় সোপর্দ করা হয়।'

Comments

The Daily Star  | English
Bangladesh won SAFF Women's Championship 2024

Bangladesh women retain SAFF glory

Bangladesh retained the title of SAFF Women's Championship with a 2-1 win against Nepal in an entertaining final at the Dasharath Stadium in Kathmandu today. 

1h ago