আনিসুল, পলক ও জিয়াউলসহ হাসিনা প্রশাসনের শীর্ষ ৪৯ জনকে একযোগে আদালতে হাজির

সাবেক এমপি, মন্ত্রী, মেয়র ও আইজিপিসহ শেখ হাসিনা প্রশাসনের শীর্ষস্থানীয় ৪৯ জনকে একযোগে আদালতে হাজির করা হয়েছে। 

আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শতাধিক মামলায় গ্রেপ্তার হওয়া এই অভিযুক্তদের উপস্থিতিতে শুনানি হবে।  

আদালতে হাজির করা অভিযুক্তদের মধ্যে রয়েছেন– সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খান, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু ও সাবেক মেয়র আতিকুল ইসলাম। 

এর বাইরে আছেন সৈয়দ সায়েদুল হক সুমন, সাদেক খান, কাজী জাফর উল্যাহ ও আব্দুস সোবহান গোলাপের মতো সাবেক সংসদ সদস্য। 

আইনশৃঙ্খলা ও সামরিক বাহিনীর সাবেক কর্মকর্তাদের মধ্যে আছেন পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ হিল কাফী, বহিষ্কৃত সেনা অফিসার মেজর জেনারেল জিয়াউল আহসান ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার সাবেক পরিচালক কমোডর মনিরুল ইসলাম। 
 

Comments

The Daily Star  | English
Prof Yunus in Time magazine's 100 list 2025

Time’s List: Yunus among 100 most influential people

Chief Adviser Prof Muhammad Yunus has been named among TIME magazine’s 100 Most Influential People of 2025.

1h ago