খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহসহ ১১ মামলা হাইকোর্টে বাতিল

খালেদা জিয়া
বেগম খালেদা জিয়া। ফাইল ফটো

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা ১১ মামলার কার্যক্রম বাতিল করেছেন হাইকোর্ট।

২০১৫ সালে শেখ হাসিনা সরকারের বিভিন্ন সময়ে যাত্রাবাড়ী ও দারুস সালামসহ ঢাকার বিভিন্ন থানায় অগ্নিসংযোগ, সহিংসতা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে এসব মামলা করা হয়।

আজ বৃহস্পতিবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

খালেদা জিয়ার আইনজীবী জয়নুল আবেদীন, মাহবুব উদ্দিন খোকন, কায়সার কামাল ও নাসির উদ্দিন আহমেদ অসীম সাংবাদিকদের জানান, খালেদা জিয়া মামলার এজাহারে উল্লেখ করা জায়গাগুলোতে উপস্থিত ছিলেন না। এই যুক্তিতে হাইকোর্ট ১০টি অগ্নিসন্ত্রাস ও সহিংসতার মামলার কার্যক্রম বাতিল করেছেন।

মাহবুব উদ্দিন খোকন বলেন, রাষ্ট্রপক্ষের অনুমতি ছাড়া একজন আইনজীবীর মাধ্যমে মামলাটি করায় হাইকোর্ট খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলাটিও বাতিল করেছেন।

Comments

The Daily Star  | English
BNP challenges upcoming film on Khaleda Zia with legal notice

HC scraps 11 criminal cases against Khaleda Zia

The cases were filed on charges of arson, violence and sedition with different police stations in Dhaka at different times in 2015 during the regime of Sheikh Hasina-led government.

1h ago