কুষ্টিয়ায় ২ ভাইকে কুপিয়ে হত্যা

ছবি: স্টার ডিজিটাল গ্রাফিক্স

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় সহোদরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার বিকেল ৪টার দিকে উপজেলার আড়িয়া ইউনিয়নের সাতারপাড়া বাজারে এই হামলার ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন, আব্দুল হামিদ (৫০) ও নজরুল (৪৫)।

তাদের বাড়ি ওই ইউনিয়নের বেগুনবাড়ী গ্রামে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আওয়াল কবির দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

কুষ্টিয়া পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানিয়েছেন, পূর্ব শত্রুতার জের ধরে এই হামলার ঘটনা ঘটেছে বলে শোনা যাচ্ছে। হামলার সময় আরও কয়েকজন আহত হয়েছেন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) তাপস কুমার সরকার ডেইলি স্টারকে বলেন, 'সন্ধ্যায় পাঁচজনকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। এর মধ্যে হামিদ ও নজরুল নামে দুইজন মারা গেছেন। তাদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম করা হয়েছে।'

Comments

The Daily Star  | English

3 killed in Iranian missile strike on southern Israel, says MDA

Trump brokered ceasefire agreement in contact with Israel, Iran: White House official

2d ago