হত্যা মামলায় সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন ২ দিনের রিমান্ডে

আদালতের আদেশের প্রতিকী রূপ। ছবি: সংগৃহীত
আদালতের আদেশের প্রতিকী রূপ। ছবি: সংগৃহীত

ছাত্র-জনতার অভ্যুত্থানে একজন নিহতের ঘটনায় যাত্রাবাড়ী থানায় দায়ের মামলায় বরিশালের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. আলেপ উদ্দিনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার আদালতে হাজির করা হলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শরিফুর রহমান এই আদেশ দেন।

গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যাত্রাবাড়ীতে জোবায়ের ওমর খান হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সূত্র জানিয়েছে, ওই মামলার এজাহারে তার নাম ছিল না।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. রাসেল সরদার বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বুধবার রাতে বরিশাল মেট্রোপলিটন এলাকা থেকে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. আলেপ উদ্দিনকে গ্রেপ্তার করে। প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততা পাওয়া গেছে।

আলেপ উদ্দিনের পরিবার জানায়, গত মঙ্গলবার দুপুর ২টার দিকে পুলিশের বরিশাল রেঞ্জের উপমহাপরিদর্শকের (ডিআইজি) কার্যালয় থেকে আলেপ উদ্দিনকে তুলে নেওয়া হয়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

এজাহারে উল্লেখ করা হয়, গত ৫ আগস্ট রাজধানীর শনির আখড়া এলাকায় পুলিশের লাঠিপেটা ও গুলিতে জোবায়ের ওমর খানসহ অনেকে আহত হন। পরে তাকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ওমরকে মৃত ঘোষণা করেন।

গত ২২ আগস্ট যাত্রাবাড়ী থানায় শেখ হাসিনাসহ ১২৭ জনের বিরুদ্ধে মামলা করেন জোবায়েরের ভাই জাবেদ ইমরান খান।

Comments

The Daily Star  | English

Ex-ACC chairman, 3 others sued over 'false cases' against Khaleda, Tarique

Lawsuit alleges Hasan Mashhud filed fabricated cases to harass the BNP leaders

26m ago