শাহরিয়ার আলম ও সাঈদ খোকনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

শাহরিয়ার আলম ও সাঈদ খোকন। ছবি: সংগৃহীত

দুর্নীতির অভিযোগ থাকায় সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও তার পরিবারের সদস্য এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

এছাড়া, সমবায় ব্যাংকের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদের বিরুদ্ধেও ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক (অবকাশকালীন) মো. ইব্রাহিম মিয়া এ আদেশ দেন।

নিষেধাজ্ঞাপ্রাপ্তদের মধ্যে আরও আছেন—শাহরিয়ারের স্ত্রী সিলভিয়া পারভীন, দুই ছেলে সাদমান শাহরিয়ার ও আহনাফ শাহরিয়ার, সাঈদ খোকনের মা শাহানা হানিফ, জাভেদ আহমেদ ও ফারহানা সাঈদ।

তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের বিষয়ে তদন্ত দলের প্রধান তিন উপপরিচালকের পক্ষে দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম আদালতে আবেদন দাখিল করেন।

আবেদনে বলা হয়, যাদের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা চাওয়া হচ্ছে তারা প্রত্যেকেই অবৈধ উপায়ে, ক্ষমতার অপব্যবহার করে, টেন্ডার কারসাজি করে এবং জনবল নিয়োগের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করেছেন। তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত চলছে। তাই, তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রয়োজন।

এর আগে গত ৯ সেপ্টেম্বর বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) শাহরিয়ার আলম, তার স্ত্রী ও ছেলের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য চায় ব্যাংকগুলোর কাছে।

Comments

The Daily Star  | English

Soybean oil prices hiked by Tk 14 per litre

Branded bottled soybean oil will be Tk 189 a litre and non-branded loose Tk 169

2h ago