সীমান্ত সম্ভারে চুরি: ৫০ ভরি স্বর্ণালংকার উদ্ধার, গ্রেপ্তার ৩

উদ্ধারকৃত স্বর্ণালংকার। ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমণ্ডিতে সীমান্ত সম্ভারে স্বর্ণের দোকানে চুরির ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

এসময় তাদের কাছ থেকে চুরি যাওয়া ৫০ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. রুবেল (২৮), সফিক ওরফে সোহেল (৩৫) ও সাদ্দাম হোসেন (৩১)।

আজ রোববার ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম।

তিনি জানান, গত বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত অভিযান চালিয়ে কুমিল্লার কোম্পানীগঞ্জ ও মুরাগনগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গত শুক্রবার বেলা ১টার দিকে ধানমন্ডিতে বিজিবি সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্সের গ্রাউন্ড ফ্লোরের ক্রাউন ডায়মন্ড এন্ড জুয়েলার্সে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ওই দোকানের মালিক কাজী আকাশ বাদী হয়ে ধানমন্ডি মডেল থানায় মামলা করেন। মামলার এজাহারে বলা হয় অজ্ঞাতনামা কয়েকজন শো-রুমের তালা কেটে ভিতরে ঢুকে ১৫৯ ভরি বিভিন্ন ধরনের স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়।

ডিবি সূত্রে জানা যায়, ঘটনাস্থল থেকে ভিডিও ফুটেজ সংগ্রহ দেখা যায়, শো-রুমের সাটার কেঁটে ভিতরে ঢুকে মাত্র আট মিনিটের মধ্যে স্বর্ণালংকারসহ সংঘবদ্ধ চোরচক্র পালিয়ে যায়। দলের একজন একটি চাদর দিয়ে দোকানের সামনে শেড তৈরি করে এবং অপর একজন দ্রুত সাটারের তালা কাটে। তৃতীয় এক ব্যক্তি শোরুমে প্রবেশ করে ডিসপ্লে থেকে স্বর্ণালঙ্কার বের করে একটি ব্যাগে ভর্তি করে দ্রুত বের হয়ে আসে। এছাড়া আরও কয়েকজনকে শোরুমের চারপাশে ঘোরাফেরা করতে দেখা যায়।

ডিবি সূত্রে আরও জানা যায়, অভিযানে কক্সবাজার থেকে চট্টগ্রাম আসার পথে মো. রুবেল (২৮) নামে একজনকে হেফাজতে নেয়া হয়। তার স্বীকারোক্তির ভিত্তিতে পরবর্তীতে কুমিল্লার দেবীদ্বার বাজার সংলগ্ন নিউমার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে সফিক ওরফে সোহেল (৩৬) কে হেফাজতে নেওয়া হয়। পরবর্তীতে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লা জেলার মুরাদনগর থানা এলাকার কোম্পানীগঞ্জ বাজারের একটি জুয়েলারি দোকান থেকে ২৮ ভরি ১৪ আনা চুরি যাওয়া স্বর্ণালঙ্কার এবং ২১ ভরি ১০ আনা চুরি যাওয়া স্বর্ণালঙ্কারের গলিত স্বর্ণ উদ্ধার করা হয়। এসময় সেখান থেকে সাদ্দাম হোসেন (৩১) নামে আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট চক্রকে শনাক্ত করা হয়েছে। চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তার এবং চুরি যাওয়া বাকি স্বর্ণালঙ্কার উদ্ধারে তদন্ত ও অভিযান চলছে বলে জানায় ডিবি পুলিশ।

Comments

The Daily Star  | English

Yunus in Rome to attend Pope Francis’ funeral

Chief Adviser Prof Muhammad Yunus reached Rome yesterday to attend the funeral of Pope Francis.

48m ago