নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে আ. লীগের দুই পক্ষের সংঘর্ষ, নিহত ২

স্টার অনলাইন গ্রাফিক্স

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে দুইজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন।

আজ রোববার ভোরে উপজেলার বাঁশগাড়ি এলাকায় এ সংঘর্ষ শুরু হয়। চলে সকাল ১১টা পর্যন্ত।

নিহতদের মধ্যে আলমগীর হোসেন (১৯) বাঁশগাড়ি এলাকার জহর আলীর ছেলে। অন্যজনের নাম আলী আহমেদ।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আশরাফুল হক সরকার ও বর্তমান চেয়ারম্যান জাকির হাসান রাতুলের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।

এলাকাবাসীর ভাষ্য, তারা দুইজনই নৌকার প্রার্থী হিসেবে স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করেছেন। আজ ভোরে তাদের অনুসারীরা দেশীয় অস্ত্রসহ সংঘর্ষে জড়ায়।

সংঘর্ষে আহত আলমগীর হোসেনকে নরসিংদী সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আলী আহমেদ ঘটনাস্থলেই মারা যান।

এ ব্যাপারে চেয়ারম্যান জাকির হাসান রাতুলের ভাষ্য, 'সাবেক চেয়ারম্যান আশরাফুলের সঙ্গে আমার কোনো বিরোধ নেই। গতকাল রাত থেকে তার গ্রুপের সঙ্গে যুবদল নেতাদের সংঘর্ষ চলছে। আমি এর সঙ্গে জড়িত নই।'

বিষয়টি নিয়ে কথা বলার জন্য আশরাফুল হকের মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি।

রায়পুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ জানান, 'সংঘর্ষের খবর পেয়েছি। ঘটনাস্থলে যাচ্ছি।'

রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানা বলেন, 'দুর্গম নদীপথ হওয়ায় পুলিশ সকাল সাড়ে ১১টা পর্যন্ত মূল ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি।'

সংঘর্ষের পর এলাকাজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এই মুহূর্তে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে।

Comments

The Daily Star  | English

Trump order doubles tariffs on India to 50%

Trump today ordered an additional 25 percent tariff on Indian goods over New Delhi's continued purchase of Russian oil

45m ago