হাজারীবাগে ছুরিকাঘাতে গৃহকর্মী নিহত

স্টার ডিজিটাল গ্রাফিক্স

রাজধানীর হাজারীবাগ থানার ঝাউচর এলাকায় ছুরিকাঘাতে জুলেখা বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন।

স্বজনদের ধারণা, জুলেখার প্রাক্তণ স্বামী নজরুল ইসলাম এই হত্যাকাণ্ডে জড়িত। কারণ তালাক নোটিশ পাওয়ার পরে তিনি হত্যার হুমকি দিয়ে আসছিলেন।

আজ মঙ্গলবার ভোররাতে জুলেখার ভগ্নিপতি শহীদুল মোল্লা দ্য ডেইলি স্টারকে জানান, গৃহকর্মী হিসেবে কাজ করতেন জুলেখা। ধানমন্ডির একটি বাসায় কাজ সেরে ফেরার সময় তিনি গুরুতর আহত হন।

'রাত পৌনে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন,' যোগ করেন তিনি।

জুলেখার বাড়ি বাগেরহাটের মোল্লারহাট উপজেলায়। ঢাকায় তিনি হাজারীবাগ ঝাউচড় এলাকায় থাকতেন এই দুই সন্তানের জননী।

শহীদুল আরও জানান, তিন মাস আগে নজরুলকে তালাক দেন জুলেখা এবং গত ১৫ দিন আগে আবারও বিয়ে করেন। তার স্বামীর নাম কবির।

ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতাল ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

Comments