টুঙ্গিপাড়ায় পুলিশের ওপর হামলা-গাড়ি ভাঙচুর, ৫২১ জনকে আসামি করে মামলা

টুঙ্গিপাড়া থানা। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৭১ জনের নাম উল্লেখ করে ও ৩০০-৩৫০ অজ্ঞাত উল্লেখ করে মোট ৫২১ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ।

আজ সোমবার টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) রাব্বি মোরসালীন বাদী হয়ে এ মামলা দায়ের করেন। ইতোমধ্যে একজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

গতকাল রোববার সন্ধ্যা ৭টার দিকে টুঙ্গিপাড়া উপজেলায় খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের সামনে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে।

হামলায় টুঙ্গিপাড়া থানার পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।

হামলাকারীরা স্থানীয় আওয়ামী লীগ সমর্থক বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, রোববার সন্ধ্যায় খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের সামনে লিফলেট বিতরণ করছিলেন স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লিফলেট বিতরণ বন্ধ করতে যায়। সেখানে পুলিশের সঙ্গে আওয়ামী লীগের লোকজনের বাকবিতণ্ডা হয়।

এক পর্যায়ে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে স্থানীয় মুদি দোকানদার সাফায়েত হোসেনকে আটক করার চেষ্টা করে পুলিশ।

তখন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের গাড়ি আটকে ভাঙচুর চালানো হয় এবং কয়েকজন পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে তাদের ওপর হামলা চালায় স্থানীয় আওয়ামী লীগ সমর্থকরা।

পরে টুঙ্গিপাড়া থানার ওসিসহ আরও পুলিশ সদস্য ঘটনাস্থলে গেলে তারাও তোপের মুখে পড়েন। পরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈনুল হক।

ঘটনার পর থেকে বেশ কয়েকটি সাঁজোয়া যান নিয়ে টুঙ্গিপাড়া থানার সামনে সারারাত অবস্থান করে সেনাবাহিনী। এছাড়া, টুঙ্গিপাড়া থানা এলাকায় অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।

ওসি খোরশেদ আলম বলেন, 'গতকাল সন্ধ্যায় পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় থানার এসআই রাব্বি মোরসালিন বাদী হয়ে মামলা দায়ের করেছে। মামলায় একজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।'

নাম প্রাকাশে অনিচ্ছুক টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের একাধিক নেতাকর্মী ডেইলি স্টারকে জানান, গতকাল ওই ঘটনার পর থেকে পুলিশের গ্রেপ্তার এড়াতে সব নেতাকর্মী পালিয়ে আছেন।

এ ব্যাপারে মন্তব্য জানতে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. বাবুল শেখকে ফোন করলে তার নম্বর বন্ধ পাওয়া যায়।

Comments

The Daily Star  | English

Khaleda leaves London for Dhaka in air ambulance

Fakhrul urges BNP supporters to keep roads free, ensure SSC students can reach exam centres

8h ago