যাত্রাবাড়ীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে কাউসার (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
যাত্রাবাড়ীর মাতুয়াইলে রোডেশু ক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি গুরুতর আহত হন। রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাউসারকে হাসপাতালে নিয়ে যান তার সহকর্মী শারমিন। তিনি জানান, কাউসার ও তার বাড়ি মাতুয়াইল মৃধাবাড়ি এলাকায়।
'আমি কয়েল স্ট্যান্ড ফ্যাক্টরিতে কাজ করি। কাউসার আমার সহকর্মী ছিল। ডিউটি শেষে বাসায় ফেরার পথে দেখি তিনজন ছিনতাইকারী তার বুকে ছুরিকাঘাত করে মোবাইল নিয়ে চলে যাচ্ছে। প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি,' বলেন তিনি।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, আমরা বিষয়টি যাত্রাবাড়ী থানা পুলিশকে জানিয়েছি।
যোগাযোগ করা হলে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা বিষয়টি খতিয়ে দেখছি।
Comments