কবি সোহেল হাসান গালিব ২ দিনের রিমান্ডে

ধর্ম অবমাননার অভিযোগে গ্রেপ্তার কবি ও প্রাবন্ধিক সোহেল হাসান গালিবের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জোনায়েদ এই আদেশ দেন।
এদিন গালিবকে আদালতে হাজির করে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পক্ষ থেকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হয়।
আদালতে কর্মরত পুলিশের একজন উপপরিদর্শক (এসআই) দ্য ডেইলি স্টারকে এই তথ্য জানিয়েছেন।
এর আগে বৃহস্পতিবার নারায়ণগঞ্জের ফতুল্লা সানারপাড় এলাকা থেকে ধর্ম অবমাননার অভিযোগে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল।
পরদিন আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে নেওয়ার আদেশ দেন।
Comments