অপারেশন ডেভিল হান্ট: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৯

অপারেশন ডেভিল হান্ট অভিযানে সোমবার সারাদেশে ৫২৯ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টসহ সারা দেশে মোট এক হাজার ৫০৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ নিয়ে অপারেশন ডেভিল হান্টে মোট গ্রেপ্তারের সংখ্যা পাঁচ হাজার ৩১৯ জন।
গত ২৪ ঘণ্টার অভিযানে একটি করে পিস্তল, দেশি শুটার গান, চাপাতি ও দুটি রামদা উদ্ধার করা হয়েছে।
গাজীপুরে ছাত্র-জনতার ওপর দুর্বৃত্তদের হামলার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গত ৮ ফেব্রুয়ারি থেকে অপারেশন ডেভিল হান্ট অভিযানের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার।
Comments