‘হিজবুত তাওহীদ’ সদস্যদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষে আহত ১৫, আটক ৭

রংপুরের পীরগাছা উপজেলায় সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। এই ঘটনায় সাতজনকে আটক ও দুইজনকে হেফাজতে নিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পুলিশ জানিয়েছে, হিজবুত তাওহীদের সদস্য ও এলাকাবাসীর মধ্যে এই সংঘর্ষ হয়েছে।
আজ সোমবার সন্ধ্যায় রংপুরের সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) আসিফা আফরোজ দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
এদিন সকালে উপজেলার পারুল ইউনিয়নের নগদাহ সিদাম এলাকায় এই সংঘর্ষ শুরু হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সাতজনকে আটক করে।
সূত্র জানিয়েছে, এদিন সকালে এলাকায় খবর ছড়িয়ে পড়ে হিজবুত তাওহীদের সদস্যরা 'গোপন বৈঠক' করছেন। এলাকাবাসী বাধা দেওয়ার চেষ্টা করলে দুইপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং এক পর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। এ সময় চারটি বাড়িতে অগ্নিসংযোগ এবং দুটি বাড়িতে ভাঙচুর চালানো হয়।
সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এর মধ্যে চারজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তবে তাদের পরিচয় জানা সম্ভব হয়নি।
আসিফা আফরোজ জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সংঘর্ষে জড়িত সন্দেহে সাতজনকে আটক করা হয়েছে, পাশাপাশি আট মাসের অন্তঃসত্ত্বা এক নারীসহ আরও দুইজনকে হেফাজতে নিয়েছে পুলিশ।
'তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে,' বলেন তিনি।
পীরগাছা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজমুল হক সুমন বলেন, 'মঙ্গলবার হিজবুত তাওহীদের একটি সমাবেশকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। সেটি সংঘর্ষের কারণ হয়ে দাঁড়ায়।'
'সংঘর্ষের পর পুরো এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। যদিও উত্তেজনা বিরাজ করছে, তবে পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে,' বলেন তিনি।
Comments