নাঈমুল ইসলাম খান ও তার পরিবারের সদস্যদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

ধারের টাকা ফেরত পাওয়ার উপায়
স্টার অনলাইন গ্রাফিক্স

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব জ্যেষ্ঠ সাংবাদিক নাঈমুল ইসলাম খান, তার স্ত্রী ও তাদের তিন কন্যার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন ঢাকার একটি আদালত।

নাঈমুল ইসলাম খান, তার স্ত্রী নাসিমা খান মন্টি ও তাদের তিন কন্যা—লাবিবা নাঈম খান, জুলিকা নাঈম খান ও আদিভা নাঈম খানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন।

তদন্ত দলের প্রধান ও দুদক উপপরিচালক আফরোজা হক খানের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন এই আদেশ দেন।

আদালতে দুদকের পক্ষে শুনানি করেন পাবলিক প্রসিকিউটর রুহুল ইসলাম খান।

নাঈমুল ইসলাম খান ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ তদন্ত করছে দুদকের একটি দল।

আবেদনপত্রে আফরোজা উল্লেখ করেছেন, নাঈমুল ইসলাম খান ও তার পরিবারের সদস্যদের নামে ১৬৩টি ব্যাংক অ্যাকাউন্টের তথ্য পাওয়া গেছে। এসব অ্যাকাউন্টে প্রায় ৩৮৬ কোটি টাকা জমা হয়েছে এবং তদন্ত চলাকালে ৩৭৯ কোটি টাকা উত্তোলনও করা হয়েছে, যা সন্দেহজনক।

'এই দম্পতি এবং তাদের মেয়েরা দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছিলেন। তারা বিদেশে যেতে পারলে তদন্ত কাজ ব্যাহত হতে পারে। যে কারণে তাদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা প্রয়োজন,' আবেদনপত্রে উল্লেখ করেন আফরোজা।

একই আদালত গত ৯ ফেব্রুয়ারি নাঈমুল ইসলাম খান ও তার স্ত্রী নাসিমা খান মন্টির আয়কর নথি জব্দের আদেশ দিয়েছিলেন।

গত ৭ জানুয়ারি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ওই দম্পতির বিরুদ্ধে তদন্ত শুরু করে দুদক।

এর আগে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) নাঈমুল ও তার পরিবারের সদস্যদের ১৬৩টি ব্যাংক অ্যাকাউন্টের বিষয়টি নজরে আনে। দুদক কর্মকর্তাদের সন্দেহ, তিনি বিদেশে অর্থ পাচার করেছেন।

Comments

The Daily Star  | English

Yunus promises election on time

Chief Adviser Prof Muhammad Yunus yesterday reaffirmed his commitment to holding the 13th national election in the first half of February next year.

7h ago