শামীম ওসমান ও তার স্ত্রী-সন্তানদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

ছবি: সংগৃহীত

নারায়ণঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও তার স্ত্রী এবং দুই ছেলেমেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন ঢাকার একটি আদালত।

দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব মঙ্গলবার এ আদেশ দেন।

শামীম ওসমান, তার স্ত্রী সালমা ওসমান এবং তাদের সন্তান ইমতিনান ওসমান ও লাবিবা জোহা অঙ্গনার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের মামলা চলছে।

আজ মঙ্গলবার মামলাটির তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক রেজাউল করিম শামীম ওসমান ও তার স্ত্রী-সন্তানদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন এই আদেশ দেন।

আদালতে দুদকের পক্ষে শুনানি করেন পাবলিক প্রসিকিউটর রুহুল ইসলাম খান।

আবেদনপত্রে রেজাউল করিম উল্লেখ করেন, শামীম ওসমান ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে টেন্ডার বাণিজ্য, চাঁদাবাজি, দলীয় পদ ও মনোয়ন বাণিজ্য, জমি দখল, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি বিভিন্ন উন্নয়ন প্রকল্প থেকে সরকারি অর্থ আত্মসাৎ এবং বিদেশে অর্থ পাচার ও কানাডা-যুক্তরাষ্ট্রে বাড়ি কেনা, দুবাইয়ে ব্যবসা পরিচালনাসহ নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে শত শত কোটি টাকা জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

'আসামিরা গ্রেপ্তার এড়াতে দেশত্যাগের চেষ্টা করছেন। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া প্রয়োজন,' উল্লেখ করা হয় আবেদনপত্রে।

গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শামীম ওসমান ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ ও ঢাকার বিভিন্ন থানায় একাধিক হত্যা মামলা দায়ের হয়।

Comments

The Daily Star  | English

Clash between CU students, locals: Section 144 imposed in Hathazari

Section 144 will remain in effect from 3:00pm today until 3:00pm tomorrow

22m ago