কুড়িগ্রামে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৫

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার চর বড়লই গ্রামে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার ভোরে গ্রেপ্তার হয়েছেন ফুলবাড়ী উপজেলার বালাটারী গ্রামের মইনুল হক (২২), হাসানুর রহমান (২০), চর বড়লই গ্রামের ইয়াকুব আলী, লাল মিয়া (৪০) ও সোহেল রানা (২১)।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, বুধবার রাত সাড়ে ১২টার দিকে মঈনুল ওই কিশোরীকে একটি বাগানে ডেকে এনে চার সঙ্গী মিলে ধর্ষণ করেন। স্থানীয়রা পরে ওই কিশোরীকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় বুধবার দুপুরে ফুলবাড়ী থানায় ধর্ষণ মামলা করা হয়।
ওসি মামুনুর রশিদ জানান, অভিযুক্তদের বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করা হয়েছে। ভিকটিমকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
Comments