অস্ত্র ঠেকিয়ে প্রবাসীকে অপহরণের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে, থানায় অভিযোগ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে শামসুল হুদা রাকিব (৩৪) নামে এক প্রবাসীকে অস্ত্রের অপহরণ করে টাকা-স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতির বিরুদ্ধে।
গতকাল বুধবার দিবাগত রাত ৯টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
অপহরণের ঘণ্টাখানেক পর যৌথবাহিনী অপহৃত শামসুল হুদাকে উদ্ধার করেছে। রাতেই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীর স্ত্রী রোজিনা আক্তার।
অভিযুক্ত যুবদল নেতা মো.পারভেজ (৩৭) বসুরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মনিরুল ইসলামের ছেলে এবং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি।
লিখিত অভিযোগ বলা হয়েছে, প্রবাসী শামসুল হুদা গতকাল বিকেলে কাতার থেকে দেশে ফেরেন। রাত ৯টার দিকে ঢাকা থেকে বসুরহাট বাসস্ট্যান্ডে পৌঁছান তিনি। সেখানে তার বাবা ও ছোট ভাই আগে থেকেই অপেক্ষায় ছিলেন। এ সময় যুবদল নেতা পারভেজের নেতৃত্বে রিয়াদ, দুলাল ও লাবিবসহ অজ্ঞাতনামা কয়েকজন শামসুল হুদা ও তারা বাবা শাহজাহানকে (৫৯) বেধড়ক মারধর করে ছয় হাজার রিয়াল, ৯০ হাজার টাকা এবং ছয় ভরি স্বর্ণালংকার ছিনিয়ে নেন।
পরে শামসুল হুদাকে অভিযুক্তরা বাসস্ট্যান্ড থেকে বন্দুক ঠেকিয়ে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যান। বিষয়টি পুলিশ ও সেনাবাহিনীকে অবহিত করেন তার পরিবারের সদস্যরা। খবর পেয়ে যৌথবাহিনী অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে।
জানতে চাইলে যুবদল নেতা পারভেজ অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি।
এ বিষয়ে পৌরসভা বিএনপির সভাপতি আব্দুল মতিন লিটন বলেন, 'আমি ঢাকায় একটি দলীয় মিটিংয়ে আছি। পরে কথা বলব।'
পুলিশ বলছে, এ ঘটনায় মামলা হচ্ছে। অভিযুক্ত পারভেজকে আটকের জন্য রাতেই অভিযান শুরু হয়েছে। ঘটনার পর তিনি এলাকা ছেড়ে পালিয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) বিমল কর্মকার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, 'পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে। দুই পরিবারের মধ্যে রাজনৈতিক ও পারিবারিক বিরোধ আছে।'
Comments