টাঙ্গাইলে শিক্ষাসফরের বাসে ডাকাতিতে জড়িত সন্দেহে গ্রেপ্তার ৪

সন্দেহভাজন ডাকাতদের কাছ থেকে লুটের মোবাইল ফোন, অস্ত্র ও নগদ অর্থ উদ্ধার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের ঘাটাইলে স্কুলের পিকনিক বাসে ডাকাতির ঘটনায় সন্দেহভাজন চার ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার রাতে জেলা পুলিশের কয়েকটি দল বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে লুট করা মোবাইল ফোন, সোনার আংটি ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ডাকাতিতে ব্যবহৃত টর্চ লাইট, স্ক্রু ড্রাইভার, প্লায়ার্স, হাতুড়ি ও চাপাতি জব্দ করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. আইনাল হক (৩৭), মো. ফজলু (৪২), আইনাল হক (৩৫) এবং মো. নাসির (৩৫)। তাদের বাড়ি ঘাটাইলের বিভিন্ন গ্রামে। এদের মধ্যে আইনাল ও নাসিরের বিরুদ্ধে ডাকাতিসহ তিনটি করে মামলা রয়েছে।

টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মিজানুর রহমান সাংবাদিকদের জানান, গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্য, ভুক্তভোগীদের বক্তব্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় জেলা পুলিশের একাধিক দল অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চালাচ্ছে।

তিনি আরও বলেন, 'আশা করি অল্প সময়ের মধ্যে সব আসামিকে গ্রেপ্তার করে পুরো ঘটনার রহস্য উন্মোচন করতে পারব।'

গত মঙ্গলবার ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার শ্বেতপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের বহনকারী চারটি বাস শিক্ষা সফরে নাটোরে যাওয়ার পথে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ঘাটাইল-সাগরদিঘী সড়কে ডাকাতের কবলে পড়ে। ১০/১২ জনের একটি দল ভোর চারটার দিকে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে বাসগুলো আটকে ডাকাতি করে।

এ ঘটনায় ওই দিনই ঘাটাইল থানায় মামলা করেন স্কুলের প্রধান শিক্ষক খলিলুর রহমান।

Comments

The Daily Star  | English
tarique rahman warns against mob justice

BNP, allies to contest polls unitedly

BNP and its like-minded partners, which joined the simultaneous anti-fascist movement, will take part in the February election as an alliance.

25m ago