টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে আটক ৪১

গাজীপুরের টঙ্গী মাজার বস্তিতে অভিযান চালিয়ে ৪১ জনকে আটক করেছে যৌথ বাহিনী।
টঙ্গী পশ্চিম থানাধীন তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমা ময়দান সংলগ্ন হাজী মাজার বস্তিতে শনিবার রাত ৯ টার দিকে সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশ অভিযান পরিচালনা করে।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
সূত্র জানিয়েছে, অভিযানে নগদ ৩৯ হাজার ৪০০ টাকা, দুটি ছোড়া, দুটি চাকু, একটি রেন্স, একটি স্নিপ, একটি রাউটার, চারটি হার্ডডিস্ক, চারটি ফিচার ফোন ও চার লিটার 'বাংলা মদ' জব্দ করা হয়েছে।
Comments