শরীয়তপুরে ডাকাতি চেষ্টা ও ৯ জন গুলিবিদ্ধর ঘটনায় ২ মামলা

শরীয়তপুরে ডাকাতি চেষ্টা ও গুলিবিদ্ধের ঘটনায় দুটি মামলা হয়েছে। ছবি: জাহিদ হাসান/ স্টার

শরীয়তপুর সদর উপজেলার ডোমসা এলাকায় ডাকাতির চেষ্টা ও ৯ জন গুলিবিদ্ধের ঘটনায় পাঁচ জনকে আসামি করে দুটি মামলা হয়েছে।

গতকাল শনিবার রাতে পালং মডেল থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বাদী হয়ে এই মামলা করেন। মামলায় আরও ৮-১০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

মামলার পাঁচ আসামি গত শুক্রবার সদর উপজেলার ডোমসার ইউনিয়নের তেতুলিয়া এলাকায় ডাকাতি চেষ্টার সময় গণপিটুনির শিকার হয়।

গণপিটুনিতে দুইজন ঘটনাস্থলে এবং একজন গতকাল ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আজ সকালে জেলা পুলিশ সুপার মো. নজরুল ইসলাম জানান, আহতদের জীবন শঙ্কামুক্ত ঘোষণার পর শনিবার রাতে তাদের শরীয়তপুরে নিয়ে আসা হয়। তারা শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন।

তিনি জানান, 'শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে আমরা খবর পাই, মাদারীপুরের কালকিনি উপজেলার রাজারচর এলাকায় ডাকাতির চেষ্টা হয়েছে। ডাকতরা নদীতে থাকা বাল্কহেডে ডাকাতির চেষ্টা চালায়।  স্থানীয় বাসিন্দারা ডাকাত দলকে ধাওয়া দিলে তারা এলোপাতারি গুলি ছোড়ে।'

তিনি বলেন, 'ডাকাত দল কীর্তিনাশা নদী পথ ধরে পালিয়ে আসছিল। দুই জেলার সীমান্ত এলাকায় এই ঘটনা হওয়ায় মাদারীপুরের সাত জন ও শরীয়তপুরের দুই জন ডাকাতের গুলিতে আহত হন। গুলিবিদ্ধদের মধ্যে বাল্কহেডের শ্রমিকও রয়েছেন।

পুলিশ সুপার বলেন, শনিবার রাতে একটি দেশীয় শর্ট গান এবং আজ সকালে একটি কাটা রাইফেল উদ্ধার করেছি।

শরীয়তপুর জেলা পুলিশ সূত্রে জানা যায়, মামলায় মুন্সিগঞ্জের কালিয়ারচর এলাকার রিপন (৪০), বাংলা বাজার এলাকার রাকিব গাজী (৩০), শরীয়তপুরের জাজিরার কুন্ডেরচর এলাকার আনোয়ার দেওয়ান (৫০), নড়িয়ার নশাসন মাঝিকান্দি এলাকার সাঈদ (২৫) ও মাদারীপুরের শিবচরের কুতুবপুর এলাকার সজীবকে (৩০) আসামি করা হয়েছে। গণপিটুনিতে নিহত একজনের পরিচয় ফিঙ্গার প্রিন্টের সাহায্যে শনাক্ত করে ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত করা হয়েছে। নিহত ব্যক্তি হলেন শরীয়তপুরের নড়িয়া উপজেলার কানারগাঁও গ্রামের রহমত আলীর ছেলে এবাদুল বেপারী। বাকী দুই জনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

Comments

The Daily Star  | English

Chhatra Dal rally begins at Shahbagh

BNP’s Acting Chairman Tarique Rahman joined the rally virtually as the chief guest

3h ago