ধোলাইখালে জবি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের সঙ্গে পুরান ঢাকার ধোলাইখাল এলাকায় স্থানীয়দের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
আজ মঙ্গলবার মধ্যরাত সাড়ে ১২টা পর্যন্ত এই সংঘর্ষ চলে।
সূত্র জানায়, ঘটনার সূত্রপাত হয় জবি শিক্ষার্থী সম্রাট দুর্ঘটনাবশত নতুন ঢালাই করা কংক্রিটের ওপর পা রাখাকে কেন্দ্র করে। ধোলাইখালের একটি বাজারের কাছে স্থানীয়রা সম্রাটের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে এবং তার গায়ে হাত তোলে। সম্রাট আত্মরক্ষার চেষ্টা করলে ধীরে ধীরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
সূত্র আরও জানায়, একপর্যায়ে স্থানীয় একটি দল সম্রাটকে মারধর শুরু করলে তিনি তার সহপাঠীদের সাহায্যের জন্য ডাকেন। খবর পেয়ে আরও দুজন জবি শিক্ষার্থী ঘটনাস্থলে যান।
তবে, স্থানীয়রা তাদেরও মারধর করে আটক করে রাখে বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে জবি প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক বলেন, 'আমি কোতোয়ালি, সূত্রাপুর, বংশাল ও ওয়ারী থানার সঙ্গে যোগাযোগ করেছি। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ পাঠাচ্ছে।'
তিনি বলেন, 'আমাদের আহত শিক্ষার্থীকে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে আমাদের সহকারী প্রক্টররা উপস্থিত আছেন। আমি সর্বাত্মক চেষ্টা করছি পরিস্থিতি শান্ত করতে।'
Comments