মৌলভীবাজারে ৩ বছরের শিশু ধর্ষণ, গ্রেপ্তার ১

মৌলভীবাজার
স্টার অনলাইন গ্রাফিক্স

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল সোমবার সকালে এ ঘটনা ঘটে।

রাতে বড়লেখা থানায় ভুক্তভোগীর মা বাদী হয়ে মামলা করলে অভিযুক্ত রেদোয়ান ইসলাম আরিফকে গ্রেপ্তার করে পুলিশ। আরিফ বড়লেখা পৌরসভার নজরুল ইসলামের ছেলে।

গুরুতর আহত শিশুটিকে চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মামলার নথি থেকে জানা যায়, শিশুটি বাসার নিচের দোকান থেকে চকলেট আনতে গেলে ধর্ষণের শিকার হয়। আরিফ ওই দোকানের মালিক।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম সরকার জানান, শিশুটিকে প্রথমে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ওসি বলেন, আজ আসিমকে আদালতে সোপর্দ করা হবে।

Comments

The Daily Star  | English
asif nazrul election statement

'We will leave in February'

'We're determined to hold the election in February,' says Asif Nazrul

3h ago