সাদিক অ্যাগ্রোর মালিক ইমরান কারাগারে

মো. ইমরান হোসেন। ছবি: সংগৃহীত

১৩৩ কোটি টাকা পাচারের মামলায় ঢাকার মোহাম্মদপুরের সাদিক অ্যাগ্রোর মালিক মো. ইমরান হোসেনের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছেন ঢাকার এক আদালত।

মামলার তদন্তকারী কর্মকর্তা মো. সায়েদুর রহমান আজ মঙ্গলবার তাকে কারাগারে হাজির করলে ঢাকা মহানগর হাকিম এম এ আজহারুল ইসলাম এ আদেশ দেন।

তদন্তকারী কর্মকর্তা জানান, ইমরান তার সহযোগী তৌহিদুল আলম জেনিথের সহায়তায় ভুটান, নেপাল, মিয়ানমার ও থাইল্যান্ড থেকে গরু পাচার করে নিয়ে আসতেন।

এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পেতে ইমরানকে ভবিষ্যতে রিমান্ডে নেওয়ার প্রয়োজন হবে, তাই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটকে রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা।

তবে আসামি পক্ষের আইনজীবী জানান যে, তার মক্কেলকে হয়রানির জন্য মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। তাছাড়া, ইমরান ও তার পরিবারের সদস্যরা ১৯৫২ সাল থেকে এই ব্যবসা চালিয়ে আসছেন। তাই তার জামিনের আবেদন মঞ্জুর করা উচিত।

উভয়পক্ষের শুনানি নিয়ে ম্যাজিস্ট্রেট ইমরানের আত্মপক্ষ সমর্থনের আবেদন নাকচ করে তাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গতকাল ঢাকা থেকে ইমরানকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

Comments

The Daily Star  | English

Jucsu election set for July 31 after 33-year gap

The first election to the Jahangirnagar University Central Students' Union (Jucsu) in 33 years will be held on July 31

34m ago