গেন্ডারিয়ায় ছুরিকাঘাতে যুবক নিহত

রাজধানীর গেন্ডারিয়া এলাকায় ছুরিকাঘাতে সিয়াম শেখ (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন।
গুরুতর আহত সিয়ামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শুক্রবার দিবাগত রাত পৌনে ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
এর আগে গেন্ডারিয়ার ঢালকানগর এলাকায় শহীদ চেয়ারম্যানের বাড়ির সামনে রাত ৮টার দিকে তার ওপর হামলার ঘটনা ঘটে।
সিয়ামের পরিবারের সদস্যরা জানিয়েছেন, পূর্ব শত্রুতার জের ধরে তার ওপর হামলা হয়েছে।
সিয়ামের বাড়ি মাদারীপুরের রাজৈর উপজেলার শ্রীকৃষ্ণ গ্রামে। তার বাবার নাম ইয়াকুব আলী শেখ।
'এক বছর আগে বিয়ে করেন সিয়াম। সপরিবারে শ্যামপুর সাধনা নিকেতন গলির একটি বাসায় ভাড়া থাকতেন তিনি,' জানান সিয়ামের ভাগিনা মো. সালমান।
তিনি আরও জানান, মাস খানেক হলো সিয়াম বেকার ছিলেন। দুতিনদিন আগে শ্যামপুর এলাকার দুইজনের সঙ্গে তার ঝগড়া হয়। এর জের ধরেই তার ওপর হামলা হয়েছে।
তবে কী নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়েছিল, সেই তথ্য জানাতে পারেননি সালমান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. মাসুদ আলম জানান, ওই যুবকের শরীরের বিভিন্ন জায়গায় ছুরিকাঘাত করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
Comments