বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ লুট: গ্রেপ্তার ৬, স্বর্ণালঙ্কার ও অস্ত্র উদ্ধার

রাজধানীর রামপুরা বনশ্রী এলাকায় স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণালঙ্কার ও টাকা লুটের ঘটনা ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এসময় লুণ্ঠিত স্বর্ণালঙ্কার ও অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগে নতুন উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান আজ শনিবার এ তথ্য জানান।
তিনি জানান, এ বিষয়ে আজ দুপুর সোয়া ১২টায় ডিএমপি মিডিয়া সেন্টারে ব্রিফ করবেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
Comments