হবিগঞ্জে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ২ কিশোর গ্রেপ্তার

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ছয় বছরের এক শিশুকে বাড়ি থেকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে দুই কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল রোববার রাতে বানিয়াচং থানা পুলিশ উপজেলার দক্ষিণ যাত্রাপাশা মহল্লায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
বানিয়াচং থানা করা মামলাটির বাদী শিশুটির দাদী জানান, গতকাল বিকেল ৩টার দিকে দুই কিশোর বাড়িতে খেলার সময় শিশুটিকে একটি ঝোপে নিয়ে ধর্ষণ করে। পরে তারা পালিয়ে যায়।
বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রভাষ কুমার সিংহ বলেন, 'পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুই কিশোর মেয়েটিকে ধর্ষণের কথা স্বীকার করেছে। তাদের আদালতে সোপর্দ করা হবে।'
Comments