ককটেল ফাটিয়ে, কুপিয়ে স্বর্ণ লুট: দিলীপকে ফোন করে কে দোকানে ডেকেছিল, খুঁজছে পুলিশ

বাজারে ফাঁড়ি স্থাপনের দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ মিছিল।
ছবি: সংগৃহীত

ককটেল ফাটিয়ে ও ব্যবসায়ীকে কুপিয়ে স্বর্ণ লুটের পর ঢাকার সাভারের নয়ারহাট স্বর্ণপট্টিতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

ব্যবসায়ীদের ভাষ্য, অপরাধীদের আইনের আওতায় আনা এবং বাজারের নিরাপত্তা নিশ্চিত করা না হলে ব্যবসা করা কঠিন হয়ে যাবে।

হত্যাকারীদের গ্রেপ্তার ও পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবিতে আজ সোমবার বাজার এলাকায় বিক্ষোভ মিছিল করেছেন তারা।

ব্যবসায়ীরা বলেন, আনুমানিক আট মাস আগেও এই বাজারের একটি স্বর্ণের দোকানে ডাকাতি হয়েছিল। সম্প্রতি দেশের বিভিন্ন এলাকা থেকে ডাকাতির তথ্য পাওয়া যাচ্ছে। ২০২১ সালের সেপ্টেম্বরে এই বাজারের ১৭টি স্বর্ণের দোকানে ডাকাতি হয়েছে, সব মিলিয়ে আমরা আতঙ্কিত।

নিহত স্বর্ণ ব্যবসায়ী দিলীপের পরিবারের সদস্যরা জানিয়েছেন, একটি ফোন কলের রহস্য উন্মোচন করা সম্ভব হলেই অপরাধীদের গ্রেপ্তার করা যাবে।

দিলীপের শ্যালক রিপন চন্দ্র দাস দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, দোকান বন্ধ করে বাসায় চলে গিয়েছিলেন দিলীপ। একজন ফোন করে জানান, তিনি স্বর্ণের চেইন কিনবেন। সেই ফোন পেয়েই দিলীপ দোকানে এসেছিলেন।

রিপনের ধারণা, এটি ডাকাতির পরিকল্পনার অংশ।

'আমার বোনও সঙ্গে ছিল। দুর্বৃত্তরা বোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে, ব্যাগ ছিনিয়ে নিয়ে তাকে (দিলীপ) নির্মমভাবে কুপিয়ে হত্যা করে,' বলেন রিপন।

তিনি আরও বলেন, 'হত্যায় জড়িত কেউই মুখোশ পরে ছিল না। বাজারের সিসিটিভি ফুটেজ ভালো করে দেখলে অপরাধীদের পরিচয় শনাক্ত করা সহজ হবে।'

বাজারের শুভ জুয়েলার্সের স্বত্বাধিকারী মনোরঞ্জন রাজবংশী বলেন, 'বাজারে ৩৫টি স্বর্ণের দোকান আছে। ছাড়াও ছোট-বড় বিভিন্ন পণ্যের আরও শতাধিক দোকান রয়েছে। আট-নয় মাস আগেও প্রিয়াঙ্কা জুয়েলার্সে ডাকাতি হয়েছে। সর্বশেষ গতকাল আমরা আমাদের এক ভাইকে হারালাম। এভাবে তো ব্যবসা করা সম্ভব না!'

'প্রত্যেক ব্যবসায়ীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। আমরা চাই বাজারের নিরাপত্তায় বাজারে বা আশেপাশে সুবিধাজনক স্থানে একটি পুলিশ ফাঁড়ি স্থাপন করা হোক,' বলেন তিনি।

একই দাবি জানিয়েছেন নয়ারহাট বাজার স্বর্ণশিল্পী সমিতির সভাপতি আশুতোষ ঘোষ। তিনি বলেন, 'দীর্ঘ প্রায় ৪২ বছর ধরে এই বাজারে স্বর্ণের ব্যবসা করছি। এর আগেও কয়েকবার ডাকাতি হয়েছে। আমরা এখন আতঙ্কের মধ্যে রয়েছি। সুস্থ মানুষ বাজারে এসে লাশ হয়ে ফিরছে, কারও নিরাপত্তা নেই। সরকারের কাছে আমাদের দাবি, ব্যবসায়ীদের নিরাপত্তায় এখানে অন্তত একটি পুলিশ ফাঁড়ি স্থাপন করা হোক।'

এ ব্যাপারে জানতে চাইলে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবীর ডেইলি স্টারকে বলেন, 'গতকালের ঘটনায় এখন পর্যন্ত আমরা তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য এনেছি, কাউকে এখনো আটক করা হয়নি।'

তিনি বলেন, 'ফোন কলের বিষয়টি আমরা বিবেচনায় নিয়েছি। ওই ব্যবসায়ীকে কে ফোন করে ডেকেছিল আমরা জানার চেষ্টা করছি। সিসিটিভি ফুটেজও সংগ্রহ করা হয়েছে, আমরা পর্যালোচনা করছি।'

'তদন্ত অনেকাংশেই এগিয়েছে। আমাদের যতগুলো ইউনিট আছে, সবগুলো ইউনিট এটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। আশা করছি দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনা সম্ভব হবে,' জানান তিনি।

গতকাল রাত ৯টার দিকে সাভারের নয়ারহাট বাজারে স্বর্ণপট্টিতে দুর্বৃত্তের হামলায় নিহত হন স্বর্ণ ব্যবসায়ী দিলীপ দাস (৪৭) মারা গেছেন।

Comments

The Daily Star  | English

DU student reportedly identified as arsonist behind Charukola motif fire

Students of the Arabic department claim he is a student of the department and an activist of BCL

19m ago