মৌলভীবাজারে ধর্ষণের অভিযোগে যুবক আটক

ধর্ষণের অভিযোগে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা থেকে রাজেন রায় (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাতে দক্ষিণভাগ (দক্ষিণ) ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
বড়লেখা থানার উপপরিদর্শক (এসআই) মোফিজুর রহমান দ্য ডেইলি স্টারকে এই তথ্য নিশ্চিত করেছেন।
দক্ষিণভাগ ইউনিয়ন পরিষদ সদস্য গীতা রাজভর জানান, বৃহস্পতিবার দুপুরে ধর্ষণের ঘটনা ঘটে।
'ওই নারী আইনি সহায়তা চেয়েছিল, তবে ইউপি সদস্য সুজিৎ কানু বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। মামলা দায়ের করতেও বাধা দেন তিনি। বিষয়টি জানতে পেরে পুলিশ ওই নারীকে উদ্ধার এবং রাজেনকে আটক করে,' বলেন গীতা।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন সুজিৎ। তিনি জানান, ঘটনা সম্পর্কে তিনি কিছু জানতেন না।
'জানলে আমি পুলিশকে জানাতাম,' বলেন তিনি।
মফিজুর জানান, ওই নারী পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।
Comments