আবরার হত্যা: ডেথ রেফারেন্স ও আপিলের রায় কাল

abrar_4_0.jpg
আবরার ফাহাদ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের ওপর আগামীকাল রোববার রায় ঘোষণা করবে হাইকোর্ট।

বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এবং বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চের রোববারের কার্যতালিকায় ডেথ রেফারেন্স ও আপিল রায়ের জন্য কার্যতালিকায় রয়েছে।

গত ২৪ ফেব্রুয়ারি একই বেঞ্চ মামলার শুনানি শেষ করার পর ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড নিশ্চিতকরণের জন্য বিচারিক আদালতের নথি) এবং মামলায় দোষী সাব্যস্ত আসামিদের দায়ের করা আপিল কুরিয়া অ্যাডভাইসারি ভাল্ট (অর্থাৎ রায় যেকোনো দিন ঘোষণা করা হবে) হিসেবে রেখেছিলেন।

২০১৯ সালের ৭ অক্টোবর বুয়েটের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরারকে আবাসিক হলে ছাত্রলীগের একদল কর্মী  পিটিয়ে হত্যা করে।

২০২১ সালের ৮ ডিসেম্বর ঢাকার একটি আদালত হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার অভিযোগে ২০ জন বুয়েট শিক্ষার্থীকে মৃত্যুদণ্ড দেয়।

আদালত মামলায় আরও পাঁচ শিক্ষার্থীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। নিম্ন আদালতের রায় খতিয়ে দেখতে মামলার নথিপত্র ২০২২ সালের ৬ জানুয়ারি হাইকোর্টে পৌঁছায়। হাইকোর্ট বেঞ্চ গত বছরের ২৮ নভেম্বর মামলার শুনানি শুরু করে।

রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল জসিম সরকার, খন্দকার বাহার রুমী, নূর মুহাম্মদ আজমী ও রাসেল আহমেদ এবং সহকারী অ্যাটর্নি জেনারেল আব্দুল জব্বার জুয়েল, লাবনী আক্তার, তানভীর প্রধান ও সুমাইয়া বিনতে আজিজ। ডেথ রেফারেন্স ও আপিল শুনানিতে আসামিদের পক্ষে যুক্তি উপস্থাপন করেন আইনজীবী এস এম শাহজাহান, আজিজুর রহমান দুলু, মাসুদ হাসান চৌধুরী ও মোহাম্মদ শিশির মনির।

Comments

The Daily Star  | English

Admin in favour of BNP in many areas, polls not possible in this situation: Nahid

For a level playing field, a neutral administration, bureaucracy, and police must be ensured

16m ago