বগুড়ায় ধর্ষণের শিকার হয়ে হাসপাতালে প্রতিবন্ধী নারী ও ২ শিশু

বগুড়ায় ধর্ষণের শিকার হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ২৮ বছর বয়সী এক প্রতিবন্ধী নারী এবং ছয় বছর বয়সী দুই শিশু।
আজ শনিবার বগুড়া শহীদ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক আব্দুল ওয়াদুদ দ্য ডেইলি স্টারকে জানান, বর্তমানে তিনজনই সেখানে চিকিৎসাধীন। তাদের মধ্যে প্রতিবন্ধী ওই নারীকে গত ১৩ মার্চ ও দুই শিশুকে আজ সকালে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত ১২ মার্চ রাতে বগুড়া শাজাহানপুর উপজেলায় প্রতিবন্ধী ওই নারী ধর্ষণ করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় তার খালুকে আসামি করে শাজাহানপুর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম।
মামলার পর বগুড়া সদর উপজেলার পাটিতাটাপাড়ার হাসান আলীকে (৩৩) গতকাল গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
অন্যদিকে একইদিন সকালে কাহালু উপজেলার একটি আশ্রয়ণ প্রকল্পে ওই দুই শিশুকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় স্থানীয় নূর ইসলামের (৪০) বিরুদ্ধে মামলা দায়ের করেছেন দুই শিশুর মা।
কাহালু থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান বলেন, এই মামলার আসামি পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Comments