জামালপুরে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক কারাগারে

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় নয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রিপন মিয়া (২২) নামে এক যুবককে হাজতে পাঠিয়েছেন আদালত।
শনিবার তাকে আদালতে তোলা হয়েছিল বলে জানিয়েছেন বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ।
তিনি জানান, রিপন মিয়ার বাড়ি বকশীগঞ্জ পৌর এলাকায়।
'শুক্রবার সন্ধ্যায় ধর্ষণচেষ্টাকালে শিশুটির চিৎকারে স্থানীয় বাসিন্দারা এগিয়ে গিয়ে রিপনকে ধরে ফেলেন এবং গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন। প্রাথমিক চিকিৎসা শেষে রিপনকে থানায় নেওয়া হয়,' বলেন শাকের।
তিনি আরও বলেন, 'শিশুটির পরিবারের পক্ষ থেকে মামলা করেছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'
Comments