মুন্সীগঞ্জে গণপিটুনিতে নিহত ১, আহত ২

ছবি: স্টার

মুন্সীগঞ্জের শ্রীনগরে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন।

নিহত জহির (৩৫) মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাসিন্দা। আহতরা হলেন, মাদারীপুরের কালকিনী এলাকার জাফর (৩২) এবং বরিশালের মুলাদি এলাকার আরিফ শিকদার (৩৩)। তারা সবাই দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় ভাড়া বাসায় থাকতেন। 

শনিবার সকাল ১১টার দিকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন জহিরের মৃত্যু হয়। এর আগে ভোরে অটোরিকশা ছিনতাই করতে গিয়ে স্থানীয়দের কাছে গণপিটুনির শিকার হন তিনি। আহত দুজনের অবস্থাও আশঙ্কাজনক।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিল আহমেদ জানান, 'ভোরে শ্রীনগরের তন্তর এলাকায় স্থানীয় মহসিন মিয়ার (৪২) অটোরিকশাতে যাত্রীবেশে উঠেন চারজন। মাঝপথে মারধর করে অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যান একজন। এ সময় চালকের চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়ে বাকি তিন জনকে ধরে গণপিটুনি দেন। খবর পেয়ে পুলিশ গুরুতর আহত অবস্থায় তাদেরকে হাসপাতালে নিয়ে গেলে একজনের মৃত্যু হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।'

Comments

The Daily Star  | English

Stocks break two-day losing streak  

The DSEX gained 18.71 points to close at 4,795.04

19m ago