ব্যারিস্টার তুরিন আফরোজ গ্রেপ্তার

tureen.jpg
তুরিন আফরোজ। স্টার ফাইল ছবি

রাজধানী ঢাকার উত্তরা এলাকা থেকে ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ সোমবার দিবাগত রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান দ্য ডেইলি স্টারকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, উত্তরা তিন নম্বর সেক্টরের ১১ নম্বর সড়কে তার বাসা থেকে উত্তরা পশ্চিম থানা পুলিশ তুরিন আফরোজকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা রয়েছে।

ডিএমপি উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মহিদুল ইসলাম ডেইলি স্টারকে জানান, গত বছরের ৪ আগস্ট মো. জব্বার (২১) নামে এক যুবককে গুলি করে হত্যারচেষ্টার অভিযোগে দায়ের মামলায় ব্যারিস্টার তুরিন আফরোজকে আজ রাতে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম পুলিশ।

'গত ২৭ মার্চ মামলাটি দায়ের হয়। এজাহারে অভিযোগ আনা হয়েছে, হত্যাচেষ্টায় তুরিন আফরোজের সম্পৃক্ততা ছিল,' বলেন মহিদুল।

Comments