বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলম গ্রেপ্তার

রাজধানীর গুলশান এলাকা থেকে বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার দিবাগত রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে এই তথ্য জানানো হয়েছে।
ডিএমপি জানিয়েছে, গুলশান-২ নম্বর সার্কেল এলাকা থেকে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাকে গ্রেপ্তার করেছেন।
নোয়াখালীর সেনবাগে ২০১৮ সালে উপজেলা বিএনপির কার্যালয়ে ভাঙচুর, লুটপাট, বিএনপির এক কর্মীর বাড়িতে হামলা এবং গত ৩ আগস্ট বিএনপির এক কর্মীর দোকানে হামলার ও ভাঙচুরের অভিযোগে নোয়াখালী-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মোরশেদ আলমের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা হয়।
ডিবি সূত্র জানিয়েছে, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে রাতে তাকে গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় সূত্র অনুসারে, ২০২৩ সালে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে মোরশেদ আলমকে তার নির্বাচনী এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করেছিলেন স্থানীয় আওয়ামী লীগের একাংশ।
Comments