জামিনে মুক্ত হয়ে জেল গেটেই হামলার শিকার সাবেক এমপি আব্দুল আজিজ

জামিনে মুক্তি পেয়ে কারাগার থেকে বের হয়েই হামলার শিকার হয়েছেন সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ডা. আব্দুল আজিজ।
মঙ্গলবার দিবাগত রাত ৮টার দিকে সিরাজগঞ্জ জেলা কারাগারের মূল ফটকের বাইরে তার ওপর হামলা হয়।
এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলাকারীরা তাকে টেনে-হিঁচড়ে সিরাজগঞ্জ শহরের দিকে নিয়ে যেতে চান। সে সময় সিরাজগঞ্জের সেনা ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে হামলাকারীদের হাত থেকে রক্ষা করেন।
জানতে চাইলে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির দ্য ডেইলি স্টারকে বলেন, 'বর্তমানে তিনি সদর থানায় পুলিশ হেফাজতে রয়েছেন।'
তাড়াশ থানায় দায়ের একটি হত্যাচেষ্টা মামলায় গত ৩ ফেব্রুয়ারি ঢাকা থেকে আজিজকে গ্রেপ্তার করে পুলিশ।
Comments