তরুণীকে লাঞ্ছিত করার অভিযোগে কফিশপের ২ কর্মচারী আটক

তরুণীকে লাঞ্ছিত করার অভিযোগে রাজধানীর খিলগাঁও এলাকার আপন কফি হাউজ নামে একটি ক্যাফের দুই কর্মচারীকে আটক করেছে পুলিশ। একইসঙ্গে ওই কফিশপের মালিককেও জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
আজ সোমবার রাতে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আকন্দ দ্য ডেইলি স্টারকে এই তথ্য নিশ্চিত করেছেন।
গত ১১ এপ্রিল খিলগাঁওয়ের তালতলা এলাকায় ক্যাফের সামনেই ওই দুই কর্মচারী এক তরণীকে লাঞ্ছিত করেন।
ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রায় দেড় মিনিটের ওই ভিডিওতে দেখা যায়, আপন কফি হাউজের সামনে এক তরুণীর সঙ্গে প্রথমে খারাপ আচরণ করছেন ক্যাফের কর্মচারী। পরে লাঠি দিয়ে তাকে আঘাত করতে দেখা যায়।
আতাউর রহমান জানান, ফুটেজটি দেখার পর পুলিশ ওই কফিশপের কর্মচারী আল আমিন ও শুভ সূত্রধরকে আটক করেছে।
'আমরা ওই তরুণীকে শনাক্ত করে তার বক্তব্য রেকর্ডের চেষ্টা করছি এবং মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি,' বলেন তিনি।
আতাউর আরও বলেন, 'তরুণীর পরিচয়, ঠিকানা এখনো নিশ্চিত করা যায়নি। যদি আমরা তাকে খুঁজে বের করতে না পারি, তাহলে পুলিশই বাদী হয়ে দুই কর্মচারীর বিরুদ্ধে মামলা করবে।'
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আটক দুইজনের দাবি, ওই নারী ক্যাফেতে প্রায়ই আসতেন এবং ঝামেলা করতেন। তারা আরও অভিযোগ করেছেন যে, ওই তরুণী মানসিকভাবে সুস্থ নন। আমরা এই দাবি যাচাইয়ের চেষ্টা করছি।'
এই পুলিশ কর্মকর্তা নিশ্চিত করেছেন, ঘটনার ভিডিওটি ১১ এপ্রিল রেকর্ড করা হয়েছে।
Comments