আনন্দ শোভাযাত্রার পেছনের শিল্পীদের 'বিদেশ থেকে হুমকি'

ছবি: এমরান হোসেন/স্টার

বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার পেছনের কয়েকজন শিল্পী বিদেশ থেকে ফোনে হুমকি পেয়েছেন বলে জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ।

আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত কয়েক দিন যাবৎ ভিনদেশি ফোন নম্বর থেকে কল করে তাদের ভয়ভীতি দেখানো হচ্ছে।

চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বুধবার ভোররাত আনুমানিক সাড়ে ৩টার দিকে চারুকলা অনুষদের অ্যালামনাই শিল্পী ভাস্কর মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতিকারীরা।

কর্তৃপক্ষ মনে করে, বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার জন্য চারুকলা নির্মিত দুটি মোটিভ পুড়িয়ে দেওয়া ওই একই দুষ্কৃতিকারীরা এই ঘটনায় জড়িত।

প্রসঙ্গত, মানবেন্দ্র অন্যান্য শিল্পীদের সঙ্গে নিয়ে মোটিফ নির্মাণে শিক্ষার্থীদের সহযোগিতা করেছেন।

বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা ১৪৩২ কমিটি এবং চারুকলা অনুষদ এই ঘটনায় তীব্র নিন্দা এবং শিগগির অপরাধী শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে।

অগ্নিসংযোগের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

এদিকে, মানিকগঞ্জে মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে বুধবার চারুকলা প্রাঙ্গণে মানববন্ধন করেন অনুষদের সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং কয়েকজন শিক্ষক।

বক্তারা ক্রমবর্ধমান সহিংসতা ও দমন-পীড়ন, বিশেষত শিল্পী ও সংখ্যালঘুদের লক্ষ্য করে সংঘটিত হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।

গ্রাফিক ডিজাইন বিভাগের সহযোগী অধ্যাপক মো. ইসরাফিল রতন বলেন, '২০২৪ সালের হত্যাকাণ্ডের পরেও আওয়ামী লীগের মিত্ররা এখনো আমাদের ভয় দেখানোর চেষ্টা করছে। চারুকলা থেকে উঠে আসা শৈল্পিক অভিব্যক্তির শক্তিকে তারা ভয় পায়।'

তিনি আরও বলেন, 'আন্তর্জাতিক গণমাধ্যমে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করার উদ্দেশ্যে
অভিযোগ করেন যে এই ধরনের হামলা।'

সিরামিক বিভাগের সহযোগী অধ্যাপক দেবাশীষ পাল বলেন, 'যে ব্যক্তি ফ্যাসিবাদীর প্রতিকৃতিতে আগুন দিয়েছে তাকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।'

Comments

The Daily Star  | English
Kudos for consensus in some vital areas

Kudos for consensus in some vital areas

If our political culture is to change, the functioning of our political parties must change dramatically.

4h ago