নারায়ণগঞ্জে আদালতে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে মারধর

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জে আদালতের এজলাস থেকে বের হওয়ার সময় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে মারধরের ঘটনা ঘটেছে।

আজ সোমবার বিকেল পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনার প্রত্যক্ষদর্শী একাধিক গণমাধ্যমকর্মী দ্য ডেইলি স্টারকে বলেন, আদালতে তোলার সময় 'সংক্ষুব্ধ বিএনপন্থী আইনজীবীরা' স্লোগান দেন এবং শুনানি শেষে এজলাস থেকে বের হওয়ার সময় তাকে চড়-থাপ্পড় দেন।

এ সময় আনিসুল হকের মাথায় হেলমেট ছিল। বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা আনিসুল হককে নিয়ে দৌঁড়ে আদালতের বারান্দা ত্যাগ করেন এবং দ্রুত প্রিজন ভ্যানে তোলেন।

সেসময় ধারণ করা ভিডিওতেও এজলাসের প্রবেশমুখে আনিসুল হককে চড়-থাপ্পড় দিতে দেখা গেছে।

ঘটনাস্থলে উপস্থিত নগর বিএনপির আহ্বায়ক আইনজীবী সাখাওয়াত হোসেন খান বলেন, 'আনিসুল হক মন্ত্রী থাকাকালীন নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির উন্নয়নের জন্য এক লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু তিনি তা দেননি। জুনিয়র আইনজীবীরা তার ওপর ক্ষুব্ধ ছিলেন, তাই কিছুটা উত্তেজনা ছিল।'

এ বিষয়ে জানতে চাইলে জেলা আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান ডেইলি স্টারকে বলেন, 'এজলাস থেকে বের হওয়ার পর বিশৃঙ্খল পরিস্থিতি হয়। পরে পুলিশ দ্রুত তাকে (সাবেক আইনমন্ত্রী) প্রিজন ভ্যানে তোলে। কিন্তু সেখানে কেউ চড়-থাপ্পড় দিয়েছে কি না, সেটা আমার নজরে পড়েনি।'

তিনি জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত হাফেজ সোলাইমান হত্যা মামলায় রিমান্ড শুনানির জন্য আজ সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়। আদালত তার চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

Comments

The Daily Star  | English

No discussion on ‘humanitarian corridor’ with UN or any entity: Shafiqul Alam

Regarding the reports of involvement of a major power, he said, these are 'pure and unadulterated' propaganda.

44m ago