গুলশানে গাছ বিক্রেতা গুলিবিদ্ধ

ঢাকায় পৃথক দুর্ঘটনায় সুপ্রিম কোর্টের আইনজীবীসহ নিহত ২
স্টার ডিজিটাল গ্রাফিক্স

রাজধানীর গুলশান এলাকায় শরিফুল আলম করিম (৩৫) নামে এক গাছ বিক্রেতা গুলিবিদ্ধ হয়েছেন।

আজ মঙ্গলবার দুপুর সোয়া ২টার দিকে গুলশান-১ নম্বর সার্কেল এলাকার লেকের পাশে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়।

এরপর স্বজনরা করিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।

করিম গণমাধ্যমকর্মীদের জানান, তিনি দক্ষিণখান গাওয়াইর এলাকায় বসবাস করেন এবং তার নার্সারি মহাখালী এলাকায়।

'দুপুরে আমি বাসা থেকে বের হয়ে বাসে করে মহাখালী যাচ্ছিলাম। পথে জ্যাম দেখে গুলশান এলাকায় নেমে হাঁটতে শুরু করি। সে সময় তিন-চারজন মাস্ক পরা যুবক আমাকে ডেকে বলে—সাইডে আসেন কথা আছে। তারা জোর করে নিয়ে যায়। তাদের সঙ্গে আমার কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের কাছে থাকা পিস্তল দিয়ে আমার পেটের বাম পাশে গুলি করে পালিয়ে যায়,' বলেন করিম।

তিনি আরও বলেন, 'এক মাস আগে "পিচ্চি রুবেল" নামে এক সন্ত্রাসী মোবাইলে কল করে আমার কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি  করেছিল। ধারণা করছি, সেই টাকা দিতে অস্বীকৃতি জানানোর কারণে তার লোকজন আজ আমাকে গুলি করেছে।'

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানিয়েছেন, করিম বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

Comments