মাগুরায় শিশু ধর্ষণ-হত্যা: ৩ আসামি খালাস পাওয়ায় মায়ের অসন্তোষ

মাগুরা জেলা ও দায়রা জজ আদালত। ছবি: এমরুল হাসান বাপ্পী/স্টার

মাগুরায় আট বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় তিন আসামিকে অভিযোগ থেকে খালাস দেওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন শিশুটির মা।

আজ শনিবার মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল প্রাঙ্গণে তিনি সাংবাদিকদের বলেন, 'আমি খুশি না। এই তিনজন একই কাজ অন্যদের সঙ্গেও করতে পারে। তখন কী হবে?'

রায়ে তিনি সন্তুষ্ট কিনা সাংবাদিকরা জানতে চাইলে শিশুটির মা বলেন, 'আমি সন্তুষ্ট নই। তারা তিনজন শাস্তি প্রাপ্য। কারণ তারা হত্যায় সহায়তা করেছে এবং তথ্য গোপন করেছে।'

প্রসিকিউটররা সাংবাদিকদের ব্রিফ করার সময় এই সংক্ষুব্ধ মা আদালত প্রাঙ্গণ থেকে চলে যান।

এর আগে, আলোচিত এই শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

তবে এ ঘটনায় বাকি তিন আসামি খালাস পেয়েছেন।

তারা হলেন, হিটু শেখের স্ত্রী জাহেদা বেগম, ছেলে রাতুল শেখ ও সজিব শেখ।

আজ মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান এ রায় ঘোষণা করেন।

মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর মনিরুল ইসলাম মুকুল এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রসিকিউশন অনুযায়ী, হিটুর বিরুদ্ধে ধর্ষণ ও হত্যা, সজিব ও রাতুলের বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শন এবং জাহেদার বিরুদ্ধে তথ্যপ্রমাণ কারচুপির অভিযোগ আনা হয়।

এর আগে, গত ২৩ এপ্রিল আদালত চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন এবং পরবর্তী শুনানির দিন ধার্য করেন।

গত ৮ মার্চ শিশুটির মায়ের দায়ের করা মামলার নথি থেকে জানা যায়, মাগুরা শহরে বড় বোনের বাসায় বেড়াতে যাওয়ার পর শিশুটিকে ধর্ষণ করা হয়।

Comments

The Daily Star  | English
A dangerous suggestion

A dangerous suggestion

No provision in the constitution should be outside the purview of the judiciary

7h ago